সংবাদদাতা, তাহিরপুর :: ফাগুনের শুরুতেই রক্তিম সাজে সেজেছে মনে রঙ লাগানো তাহিরপুরের সেই শিমুল বাগান। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর পাড়ের মানিগাঁও গ্রাম। সেখানে ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আছে সারি সারি শিমুল গাছ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিমুল গাছের ফাঁক দিয়ে উঁকি দেয় মেঘালয়ের পাহাড়। ওপারে ভারতের মেঘালয় মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুল বন- সব মিলিয়ে একজন ভ্রমণ পিপাসুর মন জয় করতে সক্ষম এই জায়গা।
শিমুল গাছের বিস্তীর্ণ বাগান হলেও স্থানীয়রা চেনেন একে তুলা বাগান নামে। কারণ এই বাগান থেকে বিপুল পরিমাণ শিমুল তুলা সংগ্রহ করা হয়। প্রতিদিন এই শিমুল বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন হাজারো মানুষ। রক্তের ন্যায় লাল শিমুল বন দেখে উচ্ছোসিত ভ্রমণ পিপাষুরা। ভালো লাগা মুহুর্তগুলো বন্ধি করছের ক্যামেরার ফ্রেমে।
জানা যায়, প্রায় ১৩ বছর আগে ৩ হাজার শিমুল গাছের চারা রোপণ করেছিলেন স্থানীয় চেয়ারম্যান জয়নাল আবেদীন। ধীরে ধীরে যা পরিণত হয়েছে বিশাল শিমুল বাগানে। ভ্রমণপ্রেমীদের প্রিয় জায়গা হিসেবেও এটির কদর বেড়েছে। বসন্ত এলেই এ বাগানে ডালে ডালে আগুন লাগে। শিমুল ফুল ফাগুনের শুরুতেই ফোটা শুরু করে বলেই এই নয়নাভিরাম দৃশ্য দেখার এখনই উপযুক্ত সময়। কারণ এই সময় রক্তলাল ফুলগুলো আগুনের শিখার মতো ডালে জ্বলজ্বল করে। যেন ফাগুনে আগুন লাগে শিমুল বাগে।
Leave a Reply