আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে নগ্নপায়ে সারিবদ্ধ ভাবে প্রভাতফেরী করে করে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকাল ৮টায় জিন্দাবাজার থেকে নগ্নপায়ে প্রভাতফেরী নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদবিজ্ঞপ্তি
Leave a Reply