আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে র্যালি করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর মিরাবাজার থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। র্যালির শুরুতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও সিলেট মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম, জেলা বিএনপি নেতা তাজ উদ্দিন লস্কর, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুর রহমান টুটুল ও জেলা বিএনপি নেতা এমরান আহমদ চেয়ারম্যান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply