সিলহট রিপোর্টার :: শীত শেষে মাত্র শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। ফাল্গুনের ১২তম দিন আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার। পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ সন্ধ্যায় সিলেটে হয়ে গেলো এক পশলা গুড়িগুড়ি বৃষ্টি। নগরীসহ সিলেটের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে, শীতের শেষে তীব্র শুষ্ক আর ধুলোউড়া সময়ে এই গুড়ি গুড়ি বৃষ্টি সিলেট নগরবাসীর জন্য আশির্বাদ হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। রাস্তাঘাটের ধুলোবালি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন নগরবাসী।
গতকার সোমবার দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। আর আজ মঙ্গলবার সন্ধ্যায় (২৫ ফেব্রুয়ারি) সিলেটে নামলো ফাল্গুনের প্রথম বৃষ্টি।
এর আগে গতকাল আবহাওয়া অফিস সূত্র জানায়, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায়; সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Leave a Reply