সিলহট রিপোর্টার :: নন্দিত লেখক- শব্দের সুনিপুণ কারিগর রশীদ জামিলের ‘বিরাট ওয়াজ মাহফিল’ বইটি আজ (২৬ ফেব্রুয়ারি) থেকে পাচ্ছেন পাঠক ও ভক্তবৃন্দ। ‘বিরাট ওয়াজ মাহফিল’ আজ থেকে পাওয়া যাবে রাজধানীর ২১শের বইমেলার ৩৭২ নং স্টলে এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর বইমেলাতে। সংগ্রহ করা যাবে রকমারি ডটকম’র মাধ্যমেও। পাঠকরা সরাসরি কালান্তরের সঙ্গেও যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন।
‘বিরাট ওয়াজ মাহফিল’ প্রকাশ করেছে ‘কালান্তর প্রকাশনী’। প্রচ্ছদ একেছেন সানজিদা সিদ্দিকী কথা। ১৭৬ পৃষ্ঠার বইয়ে মূল্য রাখা হয়েছে ২৩০টাকা।
বইটি সম্পর্কে লেখকের বক্তব্য- ‘‘ওয়াজ এবং আওয়াজ এক না। এক করে ফেলা হচ্ছে। আওয়াজের নিচে ওয়াজ চিরেচেপ্টা। চলছে যেমন খুশি সাজো স্টাইলে। জিনিস যত ভালো, নষ্ট হলে তত বেশি গন্ধ ছড়ায়। একড্রাম ঘিয়ের মাঝে একফোঁটা কেরোসিন পড়ে গেলে পুরো ড্রামটাই নষ্ট হয়ে যায়। একপুকুর ভালোর মধ্যে একচিলতে কালোর মিশ্রণে পুকুরের সব পানি নাপাক হয় না; কিন্তু জেনেবুঝে সেই পানি কেনই-বা পান করতে হবে!
বাংলাদেশে কত জন বক্তা আছেন আমরা জানি না। গোণায় ধরার মতো বক্তার সংখ্যা যদি ৫ হাজার হয়, ফাউল বক্তার সংখ্যা ১০০ জনের বেশি হবে না। এই ১০০ জনের কারণে আমরা যেমন ৪ হাজার ৯০০ জনকে অপমান করব না, একইভাবে ১০০ হুতোম প্যাঁচার কারণে বাগানটি উজাড় হয়ে যেতে দিতেও চাইব না।
মানুষ ওয়াজ শুনতে চায়, আওয়াজ না। মানুষ ওয়াজ মাহফিলে এসে গান শুনতে চায় না; অভিনয় দেখতে চায় না। দ্বীনি এই মাহফিলগুলোকে স্বরূপে ফিরিয়ে আনতে হবে। উত্তরণের উপায় খোঁজা দরকার। সেই চেষ্টা- একটু প্রচেষ্টায় ‘বিরাট ওয়াজ মাহফিল’।’’
Leave a Reply