ডেস্ক রিপোর্টার : সিলেটের নগর ও মৌলভীবাজারের বড়লেখা থেকে পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে।
সিলেট : সিলেট নগরের পূর্ব পীরমহল্লাহস্থ লেচুবাগান (প্রভাতী) থেকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মানিক মিয়া (৩২) সুনামগঞ্জ জেলার ছাতক থানাস্থ গণেশপুর গ্রামের মৃত জবান আলীর পুত্র। বর্তমানে সে কানিশাইলের জয়নুল মিয়ার কলোনীর বাসিন্দা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পলাশ চন্দ্র দাশ (এসআই) সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন।
সূত্রমতে, লেচুবাগান কবরস্থানের সামনে থেকে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২০ (বিশ) পিছ কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬,০০০/- (ছয় হাজার টাকা)। উল্লেখিত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।
এদিকে, মৌলভীবাজারের বড়লেখায় ১০ লিটার চোলাই মদসহ বিমল বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিমল উপজেলার ধর্মদেহী গ্রামের রাজমনি বিশ্বাসের ছেলে।
বড়লেখা থানার এএসআই জাহিনুর রহমান শুক্রবার সন্ধ্যায় বলেন, বিমল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
Leave a Reply