মোদী সরকারের প্রত্যক্ষ মদদে ভারতীয় উগ্রপন্থী হিন্দু কর্তৃক দিল্লিতে মুসলিমদের উপর চালানো বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) বৃহত্তর নাজির বাজারের যুবসমাজের উদ্যোগে নাজিরবাজারস্থ জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের প্রায় এক কিলোমিটার প্রদক্ষিণ শেষে নাজিরবাজারে এক প্রতিবাদ সমাবেশে এসে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দারুল ক্বোরআন নাজির বাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান। যুবসংগঠক নাজিম উদ্দিন রাহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দারুল ক্বোরআন নাজির বাজার মাদরাসার শিক্ষক মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আবদুল কাদির, ছাত্রনেতা আসাদ উদ্দিন ও সাংবাদিক মো. রেজাউল হক ডাালিম প্রমুখ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি হাজি সফর আলী, ব্যবসায়ী শাহ আব্দুল মালকি, নাজির বাজার মসজিদের খতিব ও ইমাম দ্বিন ইসলাম আল হাবিবী, ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, যুবনেতা আবুল কালাম রুনু, মাজেদুর রহমান মুন্না চৌধুরী ও সেলিম আহমদ প্রমুখ।
এছাড়াও নাজিরবাজারের ব্যবসায়ীবৃন্দ এবং বৃহত্তর এলাকার যুবকগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, বিশ্বের এক প্রান্তের মুসলমানদের উপর নির্যাতন চালালে অন্য প্রান্তের মুসলমান বসে থাকবে না। প্রয়োজনে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মুসলামনের উপর সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করবে।
বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ইসলামদরদী বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপদযাপনের অনুষ্ঠানে মুসলমানদের রক্তমাখা হাতের অধিকারী খুনী মোদীকে না এনে প্রমাণ করুণ আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এবং আপনিও ইসলামদরদী। মুসলমানের রক্ত নিয়ে উল্লাস করা মোদীর বাংলাদেশে আসা যে কোনো মূল্যে ঠেকানোর দাবি জানান বক্তারা। সংবাদবিজ্ঞপ্তি
Leave a Reply