ডেস্ক রিপোর্টার :: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হওয়ায় পর মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে পুনর্বিবেচনা (রিভিউ মিটিং) হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আজ রবিবার ঢাকায় ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, অনুষ্ঠান করলে বাংলাদেশে বাইরে থেকে অনেক মানুষ আসবেন। তাদের কারও করোনা থাকতে পারে। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পুরো বিষয়টি রিভিউ হচ্ছে। স্থগিতের প্রস্তাবও আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আপনারা ঘোষণা পেয়ে যাবেন।
আগামী ১৭ই মার্চ শুরু হচ্ছে মুজিববর্ষ। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের যোগ দেয়ার কথা রয়েছে।
তবে করোনাভাইরাস নিয়ে সারা দুনিয়াতেই উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের নানা কর্মসূচি বাতিল করছেন। বাংলাদেশেও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে রোববার দিনভর সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে।
Leave a Reply