ডেস্ক রিপোর্টার :: সিলেট মহানগরীর দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করেছে র্যাব। নগরীর বিমানবন্দর থানাধীন নতুন বাজার থেকে ৭ জনকে এবং কোতোয়ালী থানাধীন চালিবন্দর থেকে ৪ জনকে আটক করা হয়। আজ শুক্রবার বিকালে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এসব তথ্য জানান।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থানাধীন নতুন বাজার থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আক্কল হোসেন (৯), আব্দুল খালেক (৬৫), আব্দুল (৫০), মোহাম্মদ হোসেন (৬৫), হায়দার আলী (৩৫), আয়নাল হোসাইন (৩১) ও সেলিম মিয়া (২৭)। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার চালিবন্দর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- ফজলুল করিম ওরফে ফজলু (৪০), আল আমিন (২৫), মজিবর রহমান ওরফে মজি (৬১) ও কবির আহমদ (৪৫)। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply