সিলহট রিপোর্টার :: সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরের ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আগামীকাল সোমবার (২৩ মার্চ) থেকে শুক্রবার পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী শনিবার থেকে মার্কেট খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।
এর আগে আজ রবিবার দিনে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার জন্য আহবান জানান। তারা এ আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
Leave a Reply