সংবাদদাতা, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক স্বাস্থ্যকর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপ-পরিচালক। করোনা ধরা পড়ার পর তিনি নারায়ণগঞ্জে আইসোলেশনে আছেন। করোনাভাইরাস সনাক্তের তথ্য গণমাধ্যমকে ওই চিকিৎসক নিজেই জানিয়েছেন।
এদিকে করোনা আক্রান্তের খবর পাওয়ার পর ব্যথিত হয়েছেন সুনামগঞ্জের সকল স্তরের মানুষজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তার জন্য প্রার্থনা করছেন গৌতম রায়ের শুভাকা, সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ ।
জানা যায়, নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক প্রথম করোনা আক্রান্ত হন। পরে ওই হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসকের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্ত হন হাসপাতাল সুপারের সহকারীও (পিএ)। এরপর ওই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনায় নতুন করে আরো ১৩ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে নার্স, অফিস সহকারী, স্টোর কিপার, ওয়ার্ড বয় ছাড়াও হাসপাতালের উপপরিচালক সুনামগঞ্জের ওই ব্যক্তিও রয়েছেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপপরিচালক আক্রান্ত ওই চিকিৎসক সাংবাদিকদের বলেন, হাসপাতালের স্টাফসহ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এর আগে তিনজন আক্রান্ত হয়েছিলেন। আজ আমিও পজেটিভ, বর্তমানে আইসোলেশনে আছি।
তিনি আরো বলেন, চিকিৎসকরা আক্রান্ত, স্টাফ আক্রান্ত। এভাবে তো আর চিকিৎসা দেয়া যাবে না। এতে অন্যরাও আক্রান্ত হবেন। স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ডা. গৌতম রায় সুনামগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এর আগে ওই সুনামগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্যকর্মকর্তার দায়িত্বে ছিলেন। সততা ও নিষ্টার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালনে বিভিন্ন মহলের সাথে পরিচিত লাভ করেন। সরকারি দায়িত্ব পালনের পর শহরের আলফাত উদ্দিন স্কয়ারের সিটি ফার্মেসির উপরে রোগী দেখতেন তিনি। এসময় অসচ্চল ও গরিব রোগিদের কাছ থেকে ভিজিট নিতেন না ওই চিকিৎসক।
Leave a Reply