সিলেটের বিশ্বনাথ উপজেলার মুহাম্মদপুরে ‘মরহুম শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট পরিবার’র পক্ষ থেকে নিকটাত্মীয় এবং প্রতিবেশীসহ এলাকার দরিদ্র, গরিব ও অসহায়দের মধ্যে ১ লক্ষ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) বিকেলে মুহাম্মদপুরে যুবনেতা আসাদুজ্জামান নূরের বাড়িতে ছোট্ট পরিসরে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দারুল ক্বোরআন মাদরাসা নাজিরবাজার-এর মুহতামিম মাওলানা জাহিদ হাসান, মুহাম্মদপুর মসজিদের ইমাম ও নাজিরবাজার মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল মতিন বাহুবলি, ‘মরহুম শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট পরিবার’র অন্যতম সদস্য আজাদুর রহমান, যুবনেতা আসাদুজ্জামান নূর, সাংবাদিক মো. রেজাউল হক ডালিম, ফ্রান্স প্রবাসী আজিজুরর রহমান কাদির, এসএসএন’র পরিচালক আনোয়ার হোসাইন ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে আসাদুজ্জামান নূর বলেন, প্রতিবারই রমজান মাসের আগে ‘মরহুম শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট পরিবার’র পক্ষ থেকে নিকটাত্মীয় এবং প্রতিবেশীসহ অত্র এলাকার দরিদ্র, গরিব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবারও এর ব্যতিক্রম নয়। বর্তমান করোনার সংকটকালে গরিবরা আরো বেশি বিপদে পড়েছেন। অনেকের ঘরে খাবার নেই। সৃষ্ট এই পরিস্থিতি এবং আসন্ন রমজান মাস উপলক্ষ্যে বিপাকে পড়া গরিব-অসহায়দের পাশে দাঁড়িয়েছে ‘মরহুম শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট পরিবার’।
তিনি বলেন, করোনার লকডাউন পরিস্থিতিতে কোনো ধরণের গণজমায়েত না ঘটিয়ে এই খাদ্যসহায়তা গরিবদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।
ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সারা বিশ্বের সকল করোনা আক্রান্ত এবং বিপদে থাকা মানুষের জন্য বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মুহাম্মদপুর মসজিদের ইমাম মাওলানা ক্বারি আব্দুল মতিন বাহুবলি। সংবাদবিজ্ঞপ্তি
Leave a Reply