মেঘ কেন থেমে থাকে না
তার এতো ব্যস্ততা কীসে
সোনালি রোদের এই প্রেম,
পলকেই কী করে মিশে..
কী এতো কথা তার
চুপচাপ এই অভিসারে
কার তরে এতো ব্যথা বয়
সবকিছু বলবে সে কারে!
ও মেঘ, বৃষ্টির আবেগ
একটু আমারও কথা আছে
দেখা হলে তার সাথে প্রিয়ে
দুটো কথা বলো তার কাছে…
Leave a Reply