বিনোদন প্রতিবেদক
ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ছবি ‘গাঙচিল’-এর শুটিং আবারও শুরু হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে শেষ লটের কাজ হবে। আর এতে অংশ নিতে ফের নোয়াখালী যাচ্ছেন পূর্ণিমা। যেখানে গেল বছর (২০১৯) এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এই নায়িকা।
পূর্ণিমা বলেন, ‘আবার নোয়াখালীতে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছি। এর আগেও কয়েকবার সেখানে যেতে হয়েছে। একবার তো আহত হলাম। এবার নোয়াখালীর অংশ শেষ হবে। এরপর ঢাকায় কিছু কাজ চলবে। এগুলো হলেই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হবে।’
এদিকে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল বাংলা ট্রিবিউনকে জানান, ১ ফেব্রুয়ারি থেকে টানা ৭ দিন চলবে শুটিং। এতে ফেরদৌসও যুক্ত হবেন।
এ ছবিতে নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন। আর নায়িকা পূর্ণিমাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে।
‘গাঙচিল’-এর গল্প সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বনামের উপন্যাস থেকে নেওয়া। মন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার একটি গ্রামের নাম গাঙচিল। মূলত এ গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে।
‘গাঙচিল’র চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।
সিনেমায় অতিথি হিসেবে একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।
Leave a Reply