সংবাদদাতা, বালাগঞ্জ :: সিলেটের বালাগঞ্জে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বালাগঞ্জে প্রথমবারের মতো কোনো ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ শনাক্তের সংবাদে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে পাঠানো নমুনার ভিত্তিতে গতকাল শুক্রবার (১ মে) ই-মেইল মাধ্যমে এ রিপোর্টটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।
জানা গেছে, আক্রান্ত যুবক গত কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনার ভিত্তিতে গত শুক্রবার (০১ মে) তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন যাবত বালাগঞ্জ বাজার ও বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দা। তার বয়স ৩২বছর। আক্রান্ত যুবক বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
Leave a Reply