সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ) :: যুক্তরাজ্য প্রবাসী ও সার্চ মানবাধিকার সোসাইটির উপদেষ্টা ফেরদৌস আরা পাখির অর্থায়নে এবং সুনামগঞ্জ সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান ও করোনায় ঘরবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে পৌরবিপণীর দ্বিতীয় তলায় সার্চের অস্থায়ী কার্যালয় সম্মুখে এসব বিতরণ করা হয়। এ সময় ১৫০জন কর্মহীন ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথি জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ও সার্চ সুনামগঞ্জের সভাপতি সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জে জেলা সাধারণ সম্পাদক একে মিলন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রিংক চৌধুরী, জেলা যুব শ্রমিকলীগের মহিলা সম্পাদিকা চাদনী আক্তার প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে ব্যরিস্টার ইমন বলেন, প্রাণঘাতি করোনার ছোবল থেকে দেশবাসীকে বাচাঁতে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। সেই সাথে ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। সরকারের পাশপাশি সার্চ মানবাধিকার সোসাইটির মত অন্যান্য সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহবান জানাই।
Leave a Reply