উজ্জ্বল হাসান, তাহিরপুর (সুনামগঞ্জ) :: প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় যখন সুনামগঞ্জের বেশিরভাগ চিকিৎসক নিজেদের চেম্বার বন্ধ করে দিয়েছেন, ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তাহিরপুরের দন্তচিকিৎসক মো. আইনুল হক।
জানা গেছে, তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের দন্তচিকিৎসক মো. আইনুল হক নিয়মিত চেম্বার খোলা রেখে আগত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে নিজের স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থা করেই রোগী দেখছেন তিনি।
নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে মানুষের সেবায় এভাবে নিজেকে বিলিয়ে দেয়াতে তার ডা. আইনুল হকের প্রশংসা করছেন উপজেলার সর্বস্থরের মানুষ।
Leave a Reply