সিলহট রিপোর্টার :: সিলেটের কাজিরবাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে নেমে আব্দুল হাদী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নগরের কুয়ারপার এলাকার আবদুল আজিজের ছেলে। রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টায় কাজিরবাজার গাডার ব্রিজ এলাকায় সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেক শিশুকে স্থানীয়রা জীবিত অবস্থায় উদ্ধার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুরমা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস সিলেটের একটি ডুবুরি দল গিয়ে নদী থেকে হাদীর মরদেহ উদ্ধার করে। আর আরেক শিশুকে জীবিত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, নগরের কাজীরবাজার গাডার ব্রিজ এলাকায় সুরমা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে আমাদের ডুবুরি দল। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply