ডেস্ক রিপোর্টার :: মৌলভীবাজার জেলার রাজনগর থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল (১১ মে) বেলা দেড়টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাজনগর থানাধীন মহলাল জামরতল থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদ আহমেদ (৩৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত জাহিদ আহমেদ রাজনগর থানার দক্ষিণ মহলাল গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply