সিলহট রিপোর্টার :: সিলেটে এবার এক দিনে ২২ জনের শরীরে শনাক্ত হলো করোনাভাইরাস। বুধবার (১৩ মে) ঢাকায় পরীক্ষিত নমুনায় নতুন করে এ ২২ জনের শরীরে ধরা পড়লো করোনাভাইরাস।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা জটের কারণে বর্তমানে নতুন সংগৃহীত নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে গত ৫ দিন থেকে সিলেট বিভাগের ৪ জেলা থেকে সন্দেহজনকদের শরীরের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার ঢাকার সেই ল্যাবরেটরি জানায়, সিলেট বিভাগের ২২ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জের ১২ ও হবিগঞ্জ জেলার ৫ জন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ই-মেইলে এসব তথ্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সূত্রমতে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ছিলো ৩১৬ জন করোনা রোগী। তবে বিকেলের নতুন শনাক্ত মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এখন ৩৩৮ জনে।
Leave a Reply