ডেস্ক রিপোর্টার :: সিলেট কারাগারে করোনায় আক্রান্ত হয়ে পরবর্তীতে ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতলে গত ১০ মে নিহত হন কানাইঘাটের আহমদ হোসেন। নিহতের ২ দিন পর বুধবার (১৩ মে) আহমদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, আহমদ হোসেনের লাশের দাফনের ব্যবস্থা করে শ্রমিক লীগের স্বেচ্ছাসেবক টিম। বুধবার (১৩ মে) নিহত আহমদ হোসেনকে সিলেট মীরবক্সটুলস্থ মানিক পীর টিলায় দাফন করা হয়।
বুধবার আসরের নামাজ শেষে তার জানাজা নামাজ পড়া হয় এবং পরে মানিক পীর টিলায় তাকে দাফন করা হয়।
Leave a Reply