ডেস্ক রিপোর্টার :: সিলেট মোগলাবাজার থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার (১৬ মে) সকালে তাদেরকে মোগলাবাজারের শ্রীরামপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর তানার সুজাতপুর গ্রামের মো. জনি (৩২) ও একই থানার উত্তর সরারচর গ্রামের মো. ওবায়দুল্লাহ (২৫)।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা, মাদকবিক্রির ৫৩ হাজার ৫৫০ টাকা, একটি কাভার্ড ভ্যান, ৬৭টি খালি গ্যাস সিলিন্ডার, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটককৃতদের এসএমপি’র মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply