সংবাদদাতা, বড়লেখা (মৌলভীবাজার) :: বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে চরম দুর্ভোগে দিন অতিবাহিত করছে অসহায়, নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের মানুষ। এসব অসহায় পরিবার ও খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। এছাড়াও তিনি নিজ দলের বিপাকে পড়া নেতা-কর্মিদের পাশেও দাঁড়িয়েছেন।
এ বিষয়ে মিজানুর রহমান মিজান বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাস পরিস্থিতি এবং বাংলাদেশে লকডাউনের কারণে আজ কেউ ভালো নয়। অসহায় পরিবার ও খেঁটেখাওয়া মানুষের অবস্থা আরো খারাপ। তাই এসব মানুষের মুখে যাতে সামান্য হাসি ফুঁটে এই জন্য ঈদ উপলক্ষে সামান্য উপহার প্রদান করেছি। ইনশাআল্লাহ- আগামীতে ধারাবাহিকভাবে আমার এই খাদ্য ও নগদসহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply