সংবাদদাতা, গোলাপগঞ্জ :: গোলাপগঞ্জে একদিনেই ১৪ জনের শরীরে করোনা শনাক্তর হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩ জনই পৌরসদরের টিকরবাড়ি এলাকার বাসিন্দা এবং একজনের বাড়ি পৌরসভার সুন্দিশাইল গ্রামে। টিকবাড়ির আক্রান্ত ১৩ জনের মধ্যে ৯ জন মহিলা, ৩জন পুরুষ ও ৬ বছরের এক শিশু রয়েছে।
অপরদিকে সুন্দিশাইল এলাকায় আক্রান্ত ব্যক্তি ৩০ বছরের যুবক। টিকবাড়ির আক্রান্ত সবাই পূর্ব আক্রান্ত বাড়ির বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (১৬ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
জানা যায়, গত ১৪ মে গোলাপগঞ্জ পৌরসভার টিকবাড়ি এলাকার এক বৃদ্ধ করোনায় আক্রন্ত হন। পরে তার বাড়ি লকডাউন করে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। শনিবার পরীক্ষার রেজাল্টে টিকবাড়ির ১৩ জনের করোনা পজেটিভ আসে। তবে সুন্দিশাইলের যুবক কীভাবে আক্রান্ত হলেন তা এখনও জানা যায়নি।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিস্বর চৌধুরী এ বিষয়ে বলেন, টিকবাড়ির আক্রান্তদের বাড়ি আগেই লকডাউন করা হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলবে, যদি কেউ বেশি অসুস্থ হোন তবে তাকে সামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হবে।
তবে সুন্দিশাইলের যুবকের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তারা যোগাযোগের চেষ্টা করছেন।
এদিকে, একদিনে ১৪জন আক্রান্ত হওয়ায় পুরো উপজেলাজুড়ে মানুষের আতঙ্ক ও উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছেন।
Leave a Reply