সিলহট রিপোর্টার :: সিলেট বিভাগে প্রতিদিন বেড়েই চলছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা । প্রতিদিন নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে আশঙ্কাজনক হারে শনাক্ত হচ্ছে মরণব্যধি করোনা। এ পর্যন্ত বিভাগের চার জেলা মিলিয়ে ৮ হাজার ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে প্রায় সাড়ে ৪ শ’ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। এ নিয়ে শতকরা হিসেবে করোনা ধরা পড়ছে ৫.২৬ জনের।
জানা গেছে, বিভাগের মধ্যে সর্বপ্রথম সিলেটের এক চিকিৎসকের শরীরে পাওয়া যায় করোনা। গত ৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিনে শরীরে ধরা পড়েছিল এ ভাইরাস। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এর আগ পর্যন্ত বিভাগের যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের কারও শরীরে ধরা পড়েনি করোনা।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মে) বিকেল পর্যন্ত সিলেট বিভাগের ৮ হাজার ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৪২১ জনের শরীরে ধরা পড়ে করোনা।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সিলেটে। এ জেলায় এ পর্যন্ত ১৫৪ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস। এছাড়া হবিগঞ্জে ১৩১ জন, মৌলভীবাজারে ৬১ ও সুনামগঞ্জ জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিভাগের মধ্যে এখন সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে সিলেট। কারণ সবচেয়ে বেশি করোনা রোগীই এখন সিলেট জেলায়।
Leave a Reply