সিলহট রিপোর্টার :: সিলেটে যেন লাফিয়ে লাফিয়ে ছুটছে করোনাভাইরাস। আগের সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হলেন ৬৪ করোনা রোগী। একের পর এক করোনার এমন ভয়াল থাবায় দিশেহারা করে দিচ্ছে সিলেটবাসীকে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী- গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৪৯৯। বৃহস্পতিবারের ৬৪ জনকে নিয়ে আজ শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫৬৩। এর মধ্যে সিলেট জেলায় ২৩৬, সুনামগঞ্জে ৮৮, হবিগঞ্জে ১৫৬ ও মৌলভীবাজার জেলায় ৮৩জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৬৯ জন। তার মধ্যে সিলেটে ৫০, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৭৭ ও মৌলভীবাজারে ১জন।
এদিকে, সিলেট বিভাগে করোনাকে জয় করে আজ সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ১৫৭ জন। এর মধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৭০ ও মৌলভীবাজারে ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১১৪৯৪ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১০৩৫৮ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১১৩৬ জন। এর মধ্যে সিলেটে ৩০৬, সুনামগঞ্জে ৩৩৬, হবিগঞ্জে ১৫৫ ও মৌলভীবাজারে ৩৩৯ জন।
এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৩৭ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ২৮, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১৩ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।
আজ পর্যন্ত সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ১১ জনের প্রাণ। এর মধ্যে সিলেটে ৮, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
Leave a Reply