সিলহট রিপোর্টার :: ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান। রোববার (৩১ মে) বিকাল ৪টার দিকে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তবে তিনি করোনায় আক্রান্ত নন, তার শ্বাসকষ্ট আছে।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, কাউন্সিলর ইলিয়াছ গতকাল রাতে একটু অসুস্থবোধ করায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরের পরে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে শামসুদ্দিনে ভর্তি করা হয়। পরে তাকে কেবিনে রাখা হয় এবং বর্তমানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, গত ২৬ মে তার শরীরের নমুনা পরীক্ষা করে রিপোর্ট আসে নেগেটিভ। তবে এখন আবার তার করোনা টেস্ট করানো হবে।
Leave a Reply