সিলহট রিপোর্টার :: সিলেটে বাসসহ সকল গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না, এ বিষয়ে বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সিলেটের সবগুলো রাস্তায় চলাচলকারী বাসসহ সকল গণপরিবহনে এ নজরদারি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক বাস-মিনিবাসসমূহ সিলেট মহানগর এলাকার নির্দিষ্ট বাস স্ট্যান্ড হতে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে কিনা এ বিষয়ে তদারকি করা হবে।
এছাড়াও সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহনসমূহ একইভাবে নিয়ম মেনে সিলেট মহানগর এলাকায় প্রবেশ করছে কিনা এ বিষয়ে নজরদারি করা হবে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার (পিপিএম) ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়েরের নেতৃত্বে নগরের কুমাড়গাঁও বাসস্ট্যান্ড, তেমুখি ও মজুমদারী এলাকা তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
তাছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা (পুলিশ সুপার) ও সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আশিদুর রহমান-এর নেতৃত্বে হুমায়ুন রশিদ চত্ত্বর, ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ও টিলাগড় এলাকায় তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে গত সোমবার (১ জুন) গণপরিবহনগুলোতে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী বাস ও মিনিবাস চলাচলের জন্য সরকারি নির্দেশনা প্রদান করা হয়। করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধকল্পে শর্ত সাপেক্ষে এমন নির্দেশনা জারি করে সিলেট মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগ।
সিলেট মহানগর এলাকার বিভিন্ন বাস স্টপ হতে যে সকল গণপরিবহণ আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচল করছে সেই সকল যানবাহনসমূহকে যেসব নির্দেশনা মানতে সেগুলো হচ্ছে- বাস-মিনিবাসের পাশাপাশি দুইটি আসনের একটি আসনে একজন যাত্রিকে বসিয়ে অপর আসনটি ফাঁকা রাখা, স্বাস্থ্যবিধি মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রাখা, সংশ্লিষ্ট মোটরযানের রেজিষ্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত আসন সংখ্যার অর্ধেকের বেশী যাত্রি বহন না করা এবং দাঁড়িয়ে কোনো যাত্রি বহন না করা।
Leave a Reply