সিলহট রিপোর্টার :: সিলেট বিভাগের তিনটি জেলায় করোনাভাইরাসে নতুন করে আরো ৫৭ জন পজেটিভ শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৩১ জন, মৌলভীবাজারের ১৩ জন ও হবিগঞ্জের ১৩ জন রয়েছেন।
সিলেটের দুই ল্যাবেই জট থাকায় তাদের সবার নমুনা পরীক্ষা করা হয় ঢাকায় আইইডিসিআর’র আরটি-পিসিআর ল্যাবে। শনিবার (১৩ জুন) সেখান থেকে নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, আইইডিসিআর’র ল্যাবে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। তন্মধ্যে ৩১ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জামালগঞ্জের ১৬ জন, ছাতকের ১৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের একজন করে রয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে কুলাউড়ার ৫ জন, সদরের ৩ জন, বড়লেখার ২ জন, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগরের ১ জন করে রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুই পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মী আছেন।
এদিকে, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে জেলায় নতুন ১৩ করোনা রোগী পাওয়ার তথ্য দেওয়া হয়েছে। এদের মধ্যে চুনারুঘাট উপজেলার ৬ জন, বাহুবলের ৪ জন ও সদর উপজেলার ৩ জন রয়েছেন।
Leave a Reply