সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি’র পিতা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্ তাঁকে জান্নাত নসিব করুন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফেরদৌস চৌধুরী (৭৮) আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে সিলেট রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি’র পিতা। দেওয়ান ফেরদৌস চৌধুরী কুয়ারপার জামে মসজিদের সাবেক মোতায়াল্লি ছিলেন।
তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত জটিল রোগে ভোগছিলেন। সংবাদবিজ্ঞপ্তি
Leave a Reply