ডেস্ক রিপোর্টার :: আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেমের অধীনস্থ কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একটি পরীক্ষা রুটিন প্রকাশ করেছে আল হাইআতুল উলইয়া ভেরিফাইড ফেসবুক পেইজ।
রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ বছর দাওরা হাদিসের পরীক্ষায়ও কেরাত পরীক্ষা সংযুক্ত হবে। শুক্রবার সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রধান নাগরানের (পরীক্ষকের) দেয়া ঘোষণা অনুযায়ী, যে কোনদিন এ বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে পরীক্ষার মূল নম্বারপত্রের সঙ্গে কেরাত পরীক্ষার নম্বর যুক্ত হবে না।
প্রসঙ্গত, ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
Leave a Reply