সিলহট রিপোর্টার :: সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেরিঘাট এলাকায় আরবি ‘আল্লাহ’ শব্দ লেখা দৃষ্টিনন্দন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি চত্বরটি দৃষ্টি কাড়ছে এ পথে যাতায়াতকারী ও জনসাধারণের।
গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মোনাজাতের মাধ্যমে এই চত্বরের উদ্বোধন করেন। সুইচ টিপে চত্বরের আল্লাহ শব্দের আলো প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, রাজু আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল কয়েছ, দফতর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম মহাসচিব মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, উদ্বোধনের পর থেকেই অনিন্দ্যসুন্দর এই চত্বরটি নজর কাড়ছে এ পথে যাতায়াতকারী, জনসাধারণ এবং পর্যটকদের। ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে অনেকে সেখানে তুলছেন সেলফি ও ছবি।
Leave a Reply