সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার ‘হযরত আয়েশা সিদ্দিকা (রা.) ফুলবাড়ি রূপশাইল মহিলা মাদরাসা’র বার্ষিক ওয়াজ মাহফিল রোববার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
মাদরাসা সংলগ্ন মাঠে রোববার সকাল ১০টা হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ওয়াজ মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল কুদ্দুস, হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা লুৎফুর রহমান, রূপশাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম এবং আয়েশা সিদ্দিকা (রা.) ফুলবাড়ি রূপশাইল মহিলা মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি নজরুল হক চৌধুরী রুনু মিয়া।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন মাওলানা শায়েখ সাঈদুর রহমান বরুনী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন রাজাপুর মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশি, মাওলানা শফিকুর রহমান সিদ্দিকি হবিগঞ্জি, মাওলানা শায়েখ মশহুদ কামাল (সৌদি প্রবাসী), গোলাপগঞ্জ চৌমুহনি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা মুজাম্মিল আলী হিলালপুরি, গোলাপগঞ্জ ফুলবাড়ি বড় মোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হালিম এবং গোলাপগঞ্জ কদমতলি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহিম। সংবাদবিজ্ঞপ্তি
Leave a Reply