ডেস্ক রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার আবাসিক হোটেল তিতাসে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার তিতাস হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ মহিলা ও ৭ পুরুষকে আটক করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, এএসআই হাবিবুর রহমান, নারী কনস্টেবল হেনা আক্তার, ও শিউলী আক্তার।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply