আল জাজিরা থেকে শুরু করে একাত্তর টিভি- তাদের হাতে আপনার সমস্ত ভয়েস রেকর্ড পৌঁছায় কীভাবে? কারা পৌঁছায়? এই মোরাল পুলিশিং করার জায়গাটা নিয়ে প্রশ্ন করতে হলে আপনার পক্ষ-বিপক্ষ দেখার প্রয়োজন নেই। শুধু মগজের ব্যারিকেডটা ভাঙা দরকার।
আমাদের দুই নেত্রী একবার ফোনালাপ করেছিলেন ২০১৮ সালের অক্টোবর মাসে। ‘জাতীয় স্বার্থে’ সেটাও ফাঁস হয়ে গেল মিডিয়ায়! আশ্চর্য না হয়ে আমরা বিনোদিত হই, এটাই সবচেয়ে ভয়ঙ্কর!
নাগরিকদের একদম ব্যক্তিগত জীবন ও স্বাধীনতার জায়গাগুলো এভাবে অরক্ষিত থেকে গেলে, আপনি নিজে কতটা সুরক্ষিত সেটাও ভেবে রাখবেন। তারপর না হয় আমরা পক্ষ-বিপক্ষ ঠিক করে রাজনৈতিক খেলা খেলব।
রাজনীতির আগেও, আপনার একটা ব্যক্তিগত জীবন আছে। সে জীবন ‘মিডিয়া ট্রায়াল’র ঘুঁটি হতে পারে না। মিডিয়া বলতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুকেই বুঝতে হবে আজকের সময়ে।
ব্যক্তি আপনি যদি রাষ্ট্রের চোখে সন্দেহভাজন হন, তাহলে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আছে আপনাকে নিবৃত্ত করার জন্য। ওটা তাদের এখতিয়ারভুক্ত। কিন্তু, মিডিয়ায় সেসব গোপনালাপ ফাঁস হয়ে গেলে তো খোদ রাষ্ট্রের নিরাপত্তাই বিঘ্নিত হয়ে গেল! আপনার পরিবারের সমস্ত সামাজিক নিরাপত্তা তো গেলই!
আপনি যদি রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বচ্ছ থাকেন, তাহলে আপনার জীবনের সুরক্ষাটা নিশ্চিত করার অধিকার চান রাষ্ট্রের কাছে। আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখতে হবে রাষ্ট্রকে, এই দাবি তুলুন। নিজে সারাক্ষণ এমন ‘সিসি ক্যামেরা’র অধীনস্থ জীবন কাটিয়ে অন্যকে নিয়ে হাসিঠাট্টা ও মশকরা করাটা এক ধরনের উজবুকি।
একদিন আপনার ঘরেও বাঘ আসতে পারে, মনে রাখবেন।
‘‘ভার্চ্যুয়াল জগৎ” দৈনিক সিলহট-এর একটি ব্যতিক্রমী আয়োজন। ফেসবুকে দেয়া যে কারো বিষয়ভিত্তিক বা গুরুত্বপূর্ণ লেখাগুলো অনুমতিসাপেক্ষে কপি করে এই বিভাগে প্রকাশ করা হয়। আশা রাখছি- আয়োজনটি জনপ্রিয়তা পাবে পাঠককুলের কাছে। আমাদের উৎসাহ দিতে আপনার ফেসবুক আইডি বা পেইজের ওয়ালে আপলোডকৃত বিষয়ভিত্তিক স্ট্যাটাস/লেখাটির লিংক পাঠিয়ে দিন
দৈনিক সিলহট-এর ফেসবুক পেইজের ইনবক্সে। আমরা আপনার লেখাটি ‘‘ভার্চ্যুয়াল জগৎ” বিভাগে সানন্দে প্রকাশ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
লিংক পাঠানোর ইনবক্স-ঠিকানা : https://www.facebook.com/দৈনিক-সিলহট
Leave a Reply