সিলেট-৩ আসনের সকল সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ, ডেভলাপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশি’জ ইন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মনির হোসাইন।
বুধবার (১২ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মনির হোসাইন দেশবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক দূরুত্ব বজায় রেখে ঈদ পালনের আহবান জানান। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
মনির হোসাইন বলেন, ঈদ যেন সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
তিনি দেশবাসীকে মহামারি থেকে রক্ষার জন্য পবিত্র ঈদুল ফিতরের দিন মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Leave a Reply